Friday, August 22, 2025
HomeScrollপ্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির

প্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির

ওয়েব ডেস্ক: কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। আমিরের ৬০ বছরের জন্মদিনের আগেই নতুন প্রেমিকার কথা প্রকশ্যে আনার পর থেকেই তিনি আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রেমের খবর জানাজানি হওয়ার পর মঙ্গলবার মুম্বইয়ে প্রথমবার প্রেমিকা গৌরী স্প্র‍্যাটের (Gauri Spratt) সঙ্গে প্রকাশ্যে আসেন আমির খান (Aamir Khan)। মুম্বইয়ের এক্সেল অফিসে প্রথমবার জুটির ছবি তোলে পাপারাৎজিরা।
মঙ্গলবার মুম্বইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে একসঙ্গে দেখা গিয়েছিল। অফিসের বাইরে গৌরীর জন্য অপেক্ষা করছিলেন আমির। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির। সাংবাদিকদের দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন।  ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি। আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায় তাকে, অন্যদিকে গৌরীকে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতির সাদা শার্টে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)

অন্য খবর দেখুন
Read More

Latest News